চাঁদপুর ষংবাদদাতা:
চাঁদপুরের অসহায়,গরীব ও দু:স্থ্য শীতার্থ ১০০ পরিবার ও ৫০ এতিম শিশুর মাঝে শীতবস্ত্র্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের বাস স্টেশন এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলের ১০০ শীতার্থ নারী পুরুষের মাঝে ১০০ কম্বল ও শহরের আদর্শ মুসলিমপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৫০জন শিশুর মাঝে সোয়েটার বিতরণ করা হয়।
চাঁদপুরস্থ ইউএসএ এর হার্ডসন প্রবাসী কজন নারী সমাজ সেবক “আর্তমানবতার সেবায় হাত বাড়িয়ে দাও” এই শ্লোগানকে সামনে রেখে এই প্রথম বারেরমত চাঁদপুরের অসহায় গরীব ও দু:স্থ নারী পুরুষ ও শিশুর মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
বাংলাদেশে এর সমন্বয় করেন অ্যাডভোকেট মোরশেদা নাছির।