রফিকুল ইসলাম বাবু
‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’ এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরে আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার দুপুরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি জেলা জজ আদালত চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আদালত প্রাঙ্গেণে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতোয়ার রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।