সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে করোনা পরিস্থিতি দিন দিনই অবনতির দিকে যাচ্ছে । আক্রান্তের সংখ্যা দিন দিনই জ্যামিতিক হারে বাড়ছে ।কোনক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রন করা যাচ্ছে না ।
এরই মধ্যে চাঁদপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে নিয়েছে আইনশৃংখলা বাহিনী । ম্যাজিষ্ট্রেট-সেনাবাহিনী –পুলিশ মাঠে সাবক্ষনিক কাজ করছে ।
এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চাঁদপুরে আরো ১২ জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত।
এর মধ্যে ১১জনেই চাঁদপুর শহরের। নতুন আক্রান্তসহ চাঁদপুরে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ জন। বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, বুধবার মোট ১০১জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২জনের রিপোর্ট করোনা পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে ১১জন চাঁদপুর শহর তথা সদর উপজেলার এবং ১জন মতলব উত্তরের। বাকী ৮৯ জনের রিপোর্ট করোনা নেগেটিভ। এর মধ্যে মৃত ৪ জন, সুস্থ ১২ জন। বাকী ৪৪ জন চিকিৎসাধীন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা
বেগম পলিন জানান, চাঁদপুর সদর উপজেলায় আক্রান্তরা হলেন- শহরের আদালতপাড়ার
এক গৃহবধূ ও তার ছেলে, চিত্রলেখা মোড় এলাকার এক ব্যক্তি ও তার ছেলে, সিভিল
সার্জন অফিসের এক কর্মচারী, বড়স্টেশন ক্লাব রোডের একজন, মিশন রোডের একজন,
সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একজন, বকুলতলা এলাকার একজন, মধ্য ইচুলির
একজন চাঁদপুর ট্রাফিক পুলিশের এক সদস্য, এদের মধ্যে শহরস্থ ঢাকা ডিজিটাল
ডায়াগনস্টিক সেন্টারেরর একজন ল্যাব টেকনিশিয়ান।
নতুন আক্রান্ত পুলিশ সদস্যসহ চাঁদপুরে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো ৯ জন।