স্টাফ রিপোর্টার : আজ থেকে চাঁদপুর স্টেডিয়াম প্যাভেলিয়নে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও কম্পিটার মেলা। চাঁদপুর জলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর কম্পিউটার সমিতির সহযোগিতায় আজ সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো: ইসমাইল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। গতকাল সরজমিনে গিয়ে দেখা যায় মেলায় অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান গুলো স্টল সজ্জার কাজ চালিয়ে যাচ্ছে। মেলাকে বর্নিল করতে প্রতিটি প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে সাজিয়েছে। মেলায় এ বছর চাঁদপুরের বিভিন্ন কম্পিটার প্রতিষ্ঠানসহ তথ্য ও প্রযুক্তি নির্ভর ২৪টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করছে। প্রতিষ্ঠানগুলো জেলা প্রশাসক, চাঁদপুর পৌরসভা, হাজীগঞ্জ পৌরসভা, ডেফোডিল ইন্ট্যান্যাশনাল ট্রেনিং ইনিস্টিউট, আইট কম্পিটার সিটি, কম্পিউটার বাজার, ঢাকা কম্পিটার এন্ড টেকনোলজি, গুগুল কম্পিউটার, পি সি ওয়াল্ড, আইডিয়াল কম্পিউটার, ইমাজিন কম্পিউাটার, এয়ার ভয়েজ, কম্পিউটার গ্যালারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।