প্রতিনিধি
চাঁদপুর আদালতে সিকো ফাইভ ঘড়ি ও সোনার চেইন ছিনতাই মামলার হাজিরা দেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহছানুল হক মিলন।
গতকাল দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শওকত করিমের আদালতে স্ব-শরীরে হাজিরা দেন কচুয়ায় ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সোহাগ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এহছানুল হক মিলনকে প্রধান করে ১৬ জনকে আসামী করা হয়। কচুয়া থানার সাবেক এসআই নুরুল ইসলাম মামলাটি তদন্ত করে চার্জশীট দাখিল করেন।