স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার আসামী নুরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট)রাতে শহরের জেএম সেনগুপ্ত রোড থেকে তাকে গ্রেফতার করেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম।
নুরুল ইসলাম সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের ক্বারী মো. শহীদুল ইসলামের ছেলে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ অলি বলেন, গ্রেফতারকৃত নুরুল ইসলাম আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। সে চাঁদপুরে সংঘটিত একাধিক ডাকাতি মামলার আসামি।