চাঁদপুর: “নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার” এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রদাধ প্রদাধ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান অংশ নেয়।
র্যালি শেষে চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেসা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মতিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার শচীন চাকমা,চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ সাদেকুর রহমান,অধ্যাপক সিদ্দিকুল উল্লাহ,স্বাধনীতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার,সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী প্রমুখ।