স্টাফ রিপোর্টার ॥
দেশের প্রথিত যশা সাংবাদিক ও প্রখ্যাত টিভি ব্যাক্তিত্ব নাঈমুল ইসলাম খানের সম্পাদিত দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার গ্রাহক বৃদ্ধিকল্পে চাঁদপুরে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমাদের অর্থনীতি পত্রিকার উপ-সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান।
আমাদের অর্থনীতি পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মিজান লিটনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মুহাম্মদ শওকত আলী, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এস.এম. শাহ আলম রবিন ও মুক্তিফোজ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মোঃ মুজিবুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, পত্রিকার প্রচার সংখ্যা বৃদ্ধি, পত্রিকাটি আগামীতে আরো আধুনিক মানের করার পরিকল্পনা চলছে। এছাড়া চাঁদপুর জেলার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সমোপযোগী সংবাদ পরিবেশন করে পত্রিকাটিকে পাঠক প্রিয় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পত্রিকার পাঠকদেরকে পত্রিকা নিয়মিত ক্রয় করে সহযোগীতা করার জন্যও অনুরোধ জানান।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ম্যানেজান মোঃ জাহাঙ্গীর আলম রাজু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাজা সফিউদ্দিন বাসার রুজমন, মানব সমাজ পত্রিকার বার্তা সম্পাদক এম. মঞ্জুর আলম পাটওয়ারী, চাঁদপুর কন্ঠের কচুয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার, মনির হোসেন খান, আবু ছালেহ মোঃ বারাকাত উল্যাহ, আরিফুল ইসলাম শান্ত, চাঁদপুর দিগন্তের শাহরাস্তি প্রতিনিধি মোঃ নঈম হোসেন, দৈনিক সুদিপ্ত চাঁদপুরের শাহরাস্তি প্রতিনিধি আমিনুল ইসলাম।
শিরোনাম:
মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৮ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।