চাঁদপুরে আরও ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩২ জন, হাজীগঞ্জ উপজেলায় ৫ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৯ জন, মতলব দক্ষিণ উপজেলায় মৃত ৮৫ বছর বয়সী বেলায়েত হোসেনসহ ৪ জন, হাইমচর উপজেলায় ২ জন।
২ জুলাই বৃহস্পতিবার জেলায় আসা ৮৮ জনের রিপোর্টের মধ্যে এই ৫২ জন পজিটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৯৭১ জন। এর মধ্যে মারা গেছেন ৬০ জন। ১ জুলাই পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২৮ জন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩৮৪ জন, হাইমচর উপজেলায় ৭৫ জন, মতলব উত্তর উপজেলায় ৬৮ জন, মতলব দক্ষিণ উপজেলায় ১০৫ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৯৮ জন, হাজীগঞ্জ উপজেলায় ৯৫ জন, কচুয়া উপজেলায় ৪৩ জন, শাহরাস্তি উপজেলায় ১০১ জন।
মৃত ৬০ জনের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন, মতলব দক্ষিণে ৩ জন।