
চাঁদপুরে গতকাল বুধবার আরো ৫১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদর ১৯, মতলব উত্তর ২০, মতলব দক্ষিণ ২, হাইমচর ২, ফরিদগঞ্জ ২, হাজীগঞ্জ ২ ও শাহরাস্তি উপজেলায় ৪ জন।
বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭০ জনে। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১ জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, গতকাল ২২ জুলাই বুধবার ৯৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫১টি রিপোর্ট করোনা পজিটিভ। বাকি ৪৬টি রিপোর্ট নেগেটিভ। এদিকে গতকাল একদিনে ৪৩ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ ৪৩ জনসহ আক্রান্তদের মধ্য থেকে এ পর্যন্ত ৯৩০ জন পূর্ণ সুস্থ হয়েছেন।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৫৭০ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদর ৫৯৩, ফরিদগঞ্জ ১৭৭, মতলব দক্ষিণ ১৭১, শাহরাস্তি ১৬১, হাজীগঞ্জ ১৫৩, হাইমচর ১১৬, মতলব উত্তর ১৩০ ও কচুয়া উপজেলায় ৬৯ জন।
জেলায় মোট ৭১ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদর ২০, হাজীগঞ্জ ১৭, ফরিদগঞ্জ ৯, মতলব উত্তর ৯, কচুয়া ৬, শাহরাস্তি ৬, মতলব দক্ষিণ ৩ ও হাইমচর উপজেলায় ১ জন।
গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে স্যাম্পল পাঠানো হয়েছে ৬১৩০ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৫৯৯৯ জনের। রিপোর্ট পেন্ডিং আছে ১৩১ জনের। আক্রান্ত ১৫৭০ জনের মধ্যে সুস্থ এবং মৃত বাদ দিয়ে ৫৬৯ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
