চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি-আ’লীগের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৩০ আহত হয়। এসময় ১০টি দোকান ভাংচুর করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে আহতদের মধ্যে তাহের মাঝি, সেলিম খান, আবদুর মালেক, মনির হোসেন গাজি, আবু তাহের বন্দুকসী, রিয়াদ খা, সুমন খান স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষনিক ভাবে আহত বাকীদের নাম পরিচয় জানা যায় নি প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা একটি মিছিল নিয়ে বাজারে অবস্থান করে। এসময় আওয়ামী লীগের নেতা কর্মীরাও একটি হরতাল বিরোধী মিছিল বের করে। পরে দু গ্রুপ মধ্যবাজারে অবস্থান করতে গিয়ে দু পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।প্রায় ১ ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সৈকত শাহীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব আহসান ঘটনাস্থলে পৌছলে সংঘর্ষ থেমে যায়।এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, পুলিশের সামনেই আওয়ামী লীগের কর্মীরা দেশীয় ও আধুনিক অস্ত্রের মহড়া দেয়।এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।অপর দিকে সকাল ১০টার দিকে ফরিদগঞ্জের লতিফগঞ্জে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসময় শাহজাদা নামের একজন গুলিবিদ্ধ হয়।চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরতালে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।অপর দিকে ১৮ দলের টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সকাল ১১টার দিকে চাঁদপুর শহরের কালীবাড়ি মোড় এলাকায় একটি মোটর সাইকেলে আগুন দেয় হরতালকারীরা।সকালে চাঁদপুর শহরের মঠখোলা এলাকায় মহাসড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা সেখান থেকে সরে যায়। সেখান থেকে বিএনপির ৪ কর্মীকে আটক করে পুলিশ।এছাড়া সকালে শহরে হরতালের সমর্থনে বিএনপি ও যুবদল খণ্ড খণ্ড মিছিল বের করেছে। হরতালে ট্রেন ছাড়া সড়ক ও নৌপথে দূরপাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।