এম এ আকিব ॥
চাঁদপুরে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি (ইউডিসিসি) সম্পর্কে অবহিতকরন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় বুধবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসমাইল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, সময়ের প্রোপটে দেশের ইউনিয়ন পরিষদ ভবনগুলোর ব্যাপক উন্নয়ন হয়েছে। সময় বদলেছে, তাই চিন্তা চেতনা ও বদলাতে হবে। প্রতিনিয়ত আমাদের কাজের পরিধি বেড়ে চলেছে। এখন আর একজন সচিব দিয়ে ইউনিয়ন সেবা কার্যক্রম চালানো সম্ভব নয় এজন্য প্রয়েজন আরো কিছু দ জনবল। ইউনিয়ন পর্যায়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক। এছাড়াও জাইকাসহ বিভিন্ন দেশের দাতা সংস্থাও আমাদের দেশের উন্নয়ন কাজে এগিয়ে আসছে। আর তাই ইউনিয়ন সেবার মান বৃদ্ধির লে সরকার প্রতিটি ইউনিয়ে শ্রীষই আরো একজন করে সচিব নিয়োগ দিবে।
উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্যেশ্বে তিনি আরো বলেন, জনগণকে উন্নত সেবা দিতে হলে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। এেেত্র কোন ইউপি মেম্বারকেও ছোট করে দেখা যাবে না। কারন তার কাছ থেকেও আসতে পারে উন্নয়ন মূখি গুরুত্বপূর্ন পরামর্শ। আমাদের সবার ইতিবাচক মানসিকতা ও সৃজনশীল কর্মতৎপরতা থাকলে জনগন উন্নত সেবা পাবে। তাই সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সেবার মান আরো বাড়ানোর চেষ্টা করতে হবে। তাহলেই ইউনিয়ন পরিষদ গুলো উত্তম সেবা প্রপ্তির স্থান হিসেবে জনগনের কাছে সিকৃতি পাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: নূরুল্লাহ নূরীর সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাইকার উপদেষ্টা স্বপন কুমার সরকার, মতলব দণি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, চাঁদপুর প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মহসিন উদ্দিন ভূঁইয়া, বিআরডিবির উপ-পরিচালক মো: শরীফ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, চেয়রাম্যান, ভাইচ চেয়ারম্যান, সচিব, ইউপি চেয়ারম্যান, সচিব এবং জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের প্রতিনিধিগণ।
কর্মশালায় জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের সরকারি বিভাগ সমূহের প্রধানগণ, উপজেলা চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়রম্যান সচিববৃন্দ, মিডিয়া ও এনজিও প্রতিনিধিগণসহ প্রায় ৩শতাধিক কর্মকর্তারা অংশ্রগ্রহন করেন। কর্মশালায় ইউডিসিসি বিষয়ে উপস্থাপনা করেন জাইকার উপদেষ্টা স্বপন কুমার সরকার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা মো: হাবিব উল্যাহ, গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী বিমল চন্দ্র দে।