মিজানুর রহমান রানা
আজ মঙ্গলবার চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার-এর সেবা প্রদান এবং ভবিষ্যত পরিকল্পনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমরা কীভাবে ইউনিয়ন তথ্যসেবা আরো ভালোভাবে দিতে পারি সেই ব্যবস্থা করতে হবে। বর্তমানে বাংলাদেশে দশ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে ইউরোপ আমেরিকার কলেজে পড়াশুনা করছে। এটা সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশে গড়ার লক্ষ্যের মাধ্যমে। বাংলাদেশের বিদেশে অবস্থানরত কর্মজীবী, শ্রমজীবী মানুষদের সাথে তাদের বাবা, মা, আত্মীয়-স্বজনরা আজ অনায়াসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে, শুনতে ও দেখতে পারছে, যা আজ থেকে প্রায় দশ বছর আগে মানুষের ধারণাই ছিলো না। অনলাইন বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশ অনেকদূর এগিয়ে গিয়েছে এবং এই পদ্ধতি দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে গেছে। ’
সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নূরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। সেমিনারের বিভিন্ন বিষয়ে মতামত ও এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে বক্তব্য প্রদান করেন জেলা ক্যাবের আহ্বায়ক জীবন কানাই চক্রবর্তী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক জাকির হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ বক্তব্য রাখেন। তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা প্রদান এবং ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক মতামত ব্যক্ত করেন। তারা বলেন, নতুন উদ্যোক্তাদের জন্যে প্রশিক্ষণের ব্যবস্থা, সেবার রেট না বাড়িয়ে ইউনিয়ন তথ্যকেন্দ্রের আয় বাড়ানো যেতে পারে। এছাড়াও অনেক ইউনিয়ন পরিষদে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না বলে তথ্যসেবা দিতে সমস্যায় পড়তে হয়। কতগুলো ইউনিয়ন পরিষদ একপাশে পড়ে গেছে যাতে করে জনগণকে তথ্যসেবা নিতে হলে অনেকদূর যেতে হয়। এসব বিষয়ে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন অবগত হন; সমস্যাগুলো দ্রুত সমাধান করবেন বলে সকলকে জানান।
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।