চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে হাজীগঞ্জ দেশগাঁ গ্রামের তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম জানান, সম্প্রতি বিএনপির একটি সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন স্থানীয় এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) কে হুমকি দিয়ে বক্তব্য ও এক আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর মালায় অভিযুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নাশকতামূলক একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।