স্টাফ রিপোর্টার:
: চাঁদপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা ও সেবনকারী মো: শেখ ফরিদ(২৫)কে পুলিশ আটক করেছে। গতকাল শনিবার রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মডেল থানার এস আই মো: জাফর উল্লাহ ফরিদকে শহরের বড় স্টেশন যমুনা রোডের মাথায় ইয়াবা বিক্রি কালে আটক করতে সক্ষম হয়। আটকের সময় তার শরীরে থাকা সাটের বাজ থেকে তল্লাশী করে ১৫ পিছ ইয়াবা উদ্বার করা হয়। সে যমুনা রোড এলাকার কামার হোসেনের ছেলে। ফরিদ জানায়,সে বড় স্টেশন যমুনা রোড এলাকার যুবলীগ নেতা ইকবাল বেপারীর ভাইয়ের চা দোকানে মেচিয়ারীর ফাঁেক ইয়াবা ব্যাবসা করে এবং নিজে ২মাস যাবৎ ইয়াবা সেবনও করে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকতা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) বিপ্লব চন্দ্র নাহা জানান,শেখ ফরিদ এক জন পেশাদার মাদক বিক্রেতা ও সেবনকারী। পুলিশ তাকে আটক করেছেও থানায় মাদক মামলা হয়েছে। তার সাটের বাজ থেকে তল্লাশী করে ইয়াবা পাওয়া যায়। মাদক আইনে তার বিরুদ্বে আইন মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হচেছ।