প্রতিনিধি
চাঁদপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযার অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় পুলিশ ইয়াবা বিক্রি অবস্থায় এক যুবককে গভির রাতে আটক করেছে। চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আমির জাফর চাঁদপুর শহরকে মাদকমুক্ত করে একটি সুন্দরে শহর গড়ার প্রত্যয় নিয়ে চাঁদপুরের পুলিশ প্রশাসনকে মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য বেশ কিছুদিন পূর্বে নির্দেশ দিয়েছেন। এমনকি এ অভিযান পরিচালনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবুকে ঐ কমিটির সদস্য করা হয়। চাঁদপুর মডেল থানার পক্ষে সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু প্রতিনিয়ত শহরের মাদকে উপর অভিযান পরিচালনা করছেন।
গতকাল রোববার রাত সাড়ে ১২ টায় চাঁদপুর শহরতলীর খলিশাঢুলী এলাকার ছায়ানীড় নামক একটি বাসার সম্মুখের খেলার মাঠ থেকে মধ্য তরপুরচন্ডি মৃধা বাড়ির আব্দুল মজিদ মৃধার ছেলে মোঃ রিয়াদ মৃধা (২৫)-কে ৫৩ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। ঐ রাতেই আটক রিয়াদ মৃধার বিরুদ্ধে আহসানুজ্জামান লাবু ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। আদালতের মাধ্যমে গতকাল তাকে জেল হাজতে পাঠানো হয়।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।