স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল সহ আব্দুল আল নোমান (২৫) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযান চলাকালীন সময়ে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাংক কলোনীর শীর্ষ মাদক ব্যবসায়ী রাজনৈতিক দলের নেতা মনির মিজির ছেলে তন্ময় ইয়াবা ও ফেন্সিডিল সহ মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। আটককৃত নোমান ও পলাতক মাদক ব্যবসায়ী তন্ময়ের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
শনিবার রাত সাড়ে ১১টায় ডিবির এসআই মাদক ব্যবসায়ীদের আতংক ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বাসষ্টেন্ড শেরে বাংলা হোস্টেলের সামনে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল ও ৫ পিছ ইয়াবাসহ নোমানকে আটক করে।
রবিবার আটককৃত নোমানকে আদালতে প্রেরন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেলা কারগারে প্রেরন করে। ডিবি পুলিশের এসআই ইসমাইল জানায়,ব্যাংক কলোনীর নামধারী নেতা মনির মিজির ছেলে তন্ময় দীর্ঘদিন যাবত মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছে। ঘটনার দিন তন্ময় ইয়াবা ও ফেন্সিডিল এনে বিক্রির জন্য নোমানের কাছে তুলে দেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শেরে বাংলা হোস্টেলের সামনে হানা দেয়। এসময় নোমানকে হাতেনাতে আটক করলে সে মাদকগুলো তন্ময়ের কাছ থেকে এনেছে বলে জানায়। ডিবি পুলিশের উপন্থিতি টের পেয়ে তন্ময় দূর্ত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। তাকে আটক করতে ডিবি পুলিশের অভিযান অব্যহত রয়েছে।