স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর মডেল থানার পুলিশ ১০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করে। এসময় যুবকের চাচা পালিয়ে যায় বলে পুলিশ জানায়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন সঙ্গীয়ফোর্সসহ অভিযানকালে মহামায়া মান্দারী এলাকার পাটওয়ারী বাড়ির মোস্তফা পাটওয়ারীর ছেলে মোরশেদ আলম (৩২) নামক এক যুবক ও তার চাচা কামাল হোসেন ইয়াবা ভাগাভাগি করার সময় মোরশেদকে আটক করে। এসময় তার চাচা কামাল হোসেন (৩৫) পালিয়ে যায় বলে উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানায়। তাকে রাতেই চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায়, মুন্সিরহাট এলাকায় মাদক ব্যবসায়ী মান্নান তাদেরকে দিয়ে মাদক পাচার ও বিক্রি করায় ওই এলাকায়। শুক্রবার দুপুরে মাদকসেবীকে.আদালতে .পাঠালে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।