রফিকুল ইসলাম বাবু ঃ
ঈদের ক্রেতাদের ভিড়ে মুখরিত চাঁদপুর শহরের মার্কেটগুলো। ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিভিন্ন মার্কেট দোকানগুলো, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শপিংমল,মার্কেট চলছে ঈদের কেনাকাটার ব্যস্ততার ধুম। তরুণ-তরুণী আর শিশুদের পোশাকের দোকানগুলোতেই ভিড় বেশি লক্ষ্যণীয়। এদিকে ক্রেতাদের নির্বিঘেœ কেনাকাটার জন্য চুরি ছিনতাইসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শহরের প্রতিটি বিপনীবিতানের সামনে ব্যাপক পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। তরুণ-তরুণী আর শিশুদের পোশাকের দোকানগুলোতেই ভিড় বেশি লক্ষ্যণীয়। পরিবারের সকলের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে অনেকেই আসছেন মার্কেটগুলোতে পরিবারের সদস্যদের সাথে নিয়ে। ঈদে নতুন জামা-আর জুতার জন্য সবচেয়ে বেশি বায়না থাকে শিশুদের। তাই বাবা-মায়ের হাত ধরে ঘুরে ঘুরে সব দেখছে পরিবারের ছোট সদস্যরা। কেনাকাটাও করছে নিজের পছন্দ মতো। এ বছরও দেশীয় কাপড়ের সাথে বরাবরের মতো বাড়তি আকর্ষন তরুণীদের পোশাকের মধ্যে রয়েছে লং কামিজ, লং গাউন, সারারা, লেহেঙ্গা থ্রি-পিস যার দাম ২ হাজার টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত। রয়েছে, রাখী বন্ধন, পাঞ্চু, লায়লাসহ বিভিন্ন নামের বাহারী পোশাকের চাহিদা তরুণীদের কাছে অনেক বেশী। মহিলাদের পছন্দের মধ্যে রয়েছে বাহুবলী ছবির নাম করনের শাড়ী যার দাম ২৫শ’ টাকা থেদে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত। এছাড়া তাতের শাড়ীর চাহিদাও রয়েছে তাদের পছন্দে। শিশুদের পোশাকের মধ্যে এবার রয়েছে টপস, লাজু, স্কাট, টিশার্ট, কটিসহ বিভিন্ন আইটেমের পোষাক তবে এবার বেশী চলছে শিশুদের টপস নামের পোষাকটি। ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন মার্কেটগুলোতেও বিদেশি ব্রান্ডের এইসব নকল প্রসাধনী বিক্রির ধুম লেগেছে।