কচুয়া প্রতিনিধি : চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজানীর বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিতে গেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে লক্ষ্য করে হাজার হাজার মুসল্লী জুতা নিক্ষেপ করে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ড. মহীউদ্দীন খান আলমগীর ওয়াজ মাহফিলের মঞ্চে উঠলে হাজার হাজার মুসল্লী একযোগে ‘নাস্তিক’ ও ‘খুনী’ বলে সমস্বরে আওয়াজ তোলে এবং অসংখ্য জুতা নিক্ষেপ করে। এ সময় অবস্থা বেগতিক দেখে পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে উঠায়। তখন উত্তেজিত মুসল্লীরা ড. মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে ২টি গাড়ি ভাংচুর করে। পুলিশ প্রহরায় দ্রত ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সুপার মো. আমির জাফর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর পুলিশি নিরাপত্তায় ড. মহীউদ্দীন খান আলমগীর ওই এলাকা ত্যাগ করেছেন। উল্লেখ্য, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির নির্বাচনী এলাকা কচুয়া। স্থানীয়রা জানান, উজানীর ওয়াজ মাহফিলে এবার লক্ষাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।