শওকত আলী ঃ
চাঁদপুরে এই প্রথম সঙ্গীত শিল্পীদের ২ দিন ব্যাপি শুদ্ধ সাংস্কৃৃতিক চর্চা বিকাশে সঙ্গীত প্রশিক্ষণে শিশু সঙ্গীত শিল্পীদের নিয়ে কর্মশালার সমাপ্তি হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯ টায় সঙ্গীত নিকেতন এবং পুরানবাজার উদয়ন সঙ্গীত বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ও শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তিন পর্বে শহরের নতুনবাজারে সঙ্গীত নিকেতন এবং পুরানবাজারে উদয়ন সঙ্গীত বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, চাঁদপুর শাখা আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ছায়ানটের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অধ্যাপক লাইসা আহমেদ লিসা এবং গবেষক ও সাংবাদিক পার্থ তানভির নভেদ। তাঁরা শুদ্ধ সঙ্গীত চর্চায় চাঁদপুরের গতিশীল সমৃদ্ধিতে ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আগামী দিনে নতুনদের এগিয়ে নিতে এমন প্রশিক্ষণে সহযোগিতা দেবারও প্রতিশ্রুতি দেন তাঁরা। এ কর্মশালায় অংশগ্রহণকারী সংগঠনগুলো হচ্ছে: চাঁদপুর সঙ্গীত নিকেতন, পুরাণবাজার উদয়ন সঙ্গীত বিদ্যালয়, আনন্দধ্বনি সঙ্গীতায়ন এবং স্বদেশ।
শনিবার রাতে প্রশিক্ষণ কর্মশালা শেষে মূল্যায়ন সভায় এই দুই প্রশিক্ষক ছাড়াও বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ চাঁদপুর শাখার সভাপতি ফারুক আহমেদ, সংগঠক রফিক আহমেদ মিন্টু, গৌরাঙ্গ সাহা, বাবুল চক্রবর্তী, বিশ্বনাথ দাস ও বিমল দে প্রমুখ।
, চাঁদপুর।