মিজান লিটন ॥
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালী গ্রামে মনুহর গাজীর ৫ ছেলে ১ মেয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে সুষ্ঠু চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে। এসব ছেলে মেয়েদের নিয়ে ২২ এপ্রিল ২০০৯ সালে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হবার পর ঢাকা বঙ্গবন্ধু মেডিকাল হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিকাল বোর্ড বসিয়ে প্রতিবন্ধী দু’ ছেলের উপর চিকিৎসা ও গবেষনা করেন কিন্তু কোন সুরাহা হয়নি। চিকিৎসকগণ জানিয়েছেন তাদের বাবা মার জিনগত সমস্যার কারণে এরুপ হয়েছে।
এদিকে এসব প্রতিবন্ধীদের বাবা মনুহর গাজী ও মা ফুল বাহার জানান, তাদের সন্তান নূরুল ইসলাম (৪০), তাজুল ইসলাম (৩৮), মো: জাহাঙ্গীর হোসেন ( ৩৫), মো: বিল্লাল হোসেন (৩০), মো: সুমন (২৭) এবং রেহানা বেগম (১৬) প্রত্যেকেই জন্মের সময় অত্যন্ত সবল, সুস্থ ও রিষ্টপুষ্ট হয়ে জন্ম নেয়। এদের প্রত্যেকেই বয়স যখন ৯/১০ বছরে পা রাখে তখন এক জ্বর হয় এবং ওই জ্বরে প্রায় মাসখানেক ভুগার পর আস্তে আস্তে হাত পায়ের গিরাগুলো ফুলে যায় এবং মাংসপেশীগুলো শুকিয়ে যায়। বর্তমানে তারা চলতে ফিরতে লাঠির উপর ভর দিয়ে বহু কষ্টে চলাফেরা করতে হচ্ছে। জাহাঙ্গীর, নূরুল ইসলাম, তাজুল ইসলাম, বিল্লাল এবং রেহানা জানায় তারা যখন ৪র্থ ও ৫ম শ্রেণীতে পড়ে তখই তাদের জ্বর হয়। আর সেই জ্বরেই তাদের কাল হল। এখন তারা চলতে ফিরতে পারে না, কোন কাজেও কেউ নেয়না সবাই তাদের নিয়ে হাসি তামাসা করে। তাদের নিজস্ব কোন জায়গাজমি নেই মামার বাড়িতে একটি ঘর তুলে তাতে বসবাস করতে হচ্ছে। এই ঘরটিও মেরামতের অভাবে ভেঙ্গে গেছে। অভাবের তারনায় ভাল কোন ঔষধপত্রও কিনে খেতে পারছে না, ফলে এরা দিন দিন জীবন্ত কঙ্কাল হয়ে মৃত্যুর প্রহর গুনছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা এই প্রতিবন্ধীদের কথা শুনে ২ জনকে মাসিক প্রতিবন্ধী ভাতা প্রদান করছি, মেয়েটিকে লেখাপড়ার জন্য উপবৃত্তির ভাতা দেয়া হত কিন্তু তার লেখা পড়া বন্ধ করে দেয়ার কারণে সেটি এখন বন্ধ রয়েছে। জেলা পরিষদ থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা সাহায্য করা হয়েছে।
চাঁদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো: সফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধীদের বাবা মা সম্পর্কে আত্মীয় এবং তাদের রক্তের জিনগত সমস্যার কারণে এইরুপ সমস্যা দেখা দিয়েছে। তাদের উন্নত চিকিৎসা, নিয়মিত ঔষধ সেবন ও নিয়মিত ফিজিও থেরাপি করা গেলে হয়তো কিছুটা সুস্থ্য হতে পারে। কিন্তু তাদের বাবার যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে কি করে উন্নত চিকিৎসা ও ঔষধ দিবে। এ ব্যপারে তিনি সরকারি সহ কোন প্রতিষ্ঠান বা বিত্তবান ব্যক্তিদের সাহায্যের হাতনিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।