মিজান লিটন ॥
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যমচরী প্রাথমিক বিদ্যালয় অসহায়, মেধাবী, শিক্ষা বঞ্চিতদের শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রাইমারী স্কুলে যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন ষ্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী যাওয়া- আসা করে।
এ রাস্তায় মরহুম ইলিয়াস মোল্লার বাড়ীর নিকটে খালের উপর একটি কাঠের ব্রিজ রয়েছে। এ কাঠের ব্রিজই এ ষ্কুলের শিক্ষার্থীদের দূর্ভোগ। ব্রিজটি চলাচলের অযোগ্য অনেক পূর্বেই হয়ে পড়েছে। তারপরও ষ্কুলে যেতে হয় বিধায় এ ব্রিজ দিয়েই শিক্ষার্থীরা চলাচল করছে।
এ কাঠের ব্রিজ দিয়ে মনোহরখাদী, দামোদরদী, মধ্যমচরী এ তিন গ্রামের শিক্ষার্থীরা চলাচল করে। এ কাঠের ব্রিজটি দিয়ে প্রায় সময় শিক্ষার্থী সহ এলাকার মানুষ পড়ে গিয়ে আহত হয়েছে। আর এ ব্রিজটিই মধ্যমচরী গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। এ কাঠের ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত লোক চলাচলা করে, এতে করে যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক দূর্ঘটনা। এ কাঠের ব্রিজ এখন প্রায় মরণ ফাঁদ হয়ে আছে।
এলাকাবাসী ও ছাত্র – ছাত্রীদের ক্ষোভ বর্তমান সরকারের আমলে চাঁদপুরে প্রচুর কাজ হওয়ার পরও এ ব্রিজটি কারো নজরে আসেনা। তাই এলকাবাসী ও শিক্ষার্থীরা চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি (এম পি), প্রশাসন, চেয়ারম্যান সহ সকলে যেন এ ব্রিজটি দ্রত পরিবর্তন করে একটি পাকা ব্রিজ তৈরী করে এ তিন গ্রামের অবহেলিত শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনের সুযোগ প্রদানের দাবী জানান।
শিরোনাম:
বুধবার , ১৭ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।