
চাঁদপুরে গতকাল সোমবার ১২৪ জনের নমুনা রিপোর্টে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৩৬ জন। গতকাল যে রিপোর্টগুলো পজিটিভ এসেছে উপজেলাওয়ারী সেগুলো হলো : চাঁদপুর সদরের ৪ জন, হাইমচরের ২ জন, মতলব উত্তরের ৬ জন, মতলব দক্ষিণের ৮ জন, ফরিদগঞ্জের ৬ জন, হাজীগঞ্জের ২ জন ও কচুয়ার ১ জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল ১৭ আগস্ট চাঁদপুর জেলার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ১২৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ২৯টি রিপোর্ট করোনা পজিটিভ। বাকি ৯৫টি রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২০৩৬ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮০৫জন, ফরিদগঞ্জে ২৩৯ জন, মতলব দক্ষিণে ২২০ জন, শাহরাস্তিতে ১৯৯ জন, হাজীগঞ্জে ১৮৯ জন, মতলব উত্তরে ১৭৩ জন, হাইমচরে ১৩১ জন ও কচুয়ায় ৮০ জন।
জেলায় মোট ৭৫ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭ জন, ফরিদগঞ্জে ১০ জন, মতলব উত্তরে ১০ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন।
জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫৩৮ জন এবং চিকিৎসাধীন আছে ৪২৩ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩০ জন।