চাঁদপুরে নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার ৩৩টি স্যাম্পলের রিপোর্ট প্রকাশিত হয়। এতে ২ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৩১ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭শ’ ৩০জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫শ’ ৮১জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ১৯ জানুয়ারি মঙ্গলবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৩৩টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এই স্যাম্পলগুলো গত ১৮ জানুয়ারি সোমবার সংগৃহীত। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১জন ও শাহরাস্তি উপজেলার ১ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জন। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৬৩ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।