চাঁদপুরে নতুন করে আরো ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল ৫৭ জনের স্যাম্পল পরীক্ষা করে ২ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬শ’ ৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫শ’ ৭৭জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ৮ জানুয়ারি ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৫৭টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এসব স্যাম্পল গত ৭ জানুয়ারি বৃহস্পতিবার সংগ্রহকৃত। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল শুক্রবার এ রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ২ জনের, বাদবাকি ৫৫ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্ত দুজনই চাঁদপুর সদর উপজেলার।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮৫ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৩২জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।