
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে করোনার সংক্রমণ ও নমুনা সংগ্রহ শুরুর পর এ যাবৎ কালের সর্বোচ্চ সংখ্যক নমুনা সংগ্রহ ও প্রেরণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার।
এ দিন চাঁদপুর থেকে ৭৩টি নমুনা প্রেরণ করা হয়েছে করোনা টেস্টের জন্য। চাঁদপুর থেকে বিশেষ ব্যবস্থায় এসব নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। ৭৩টি নমুনার মধ্যে প্রায় ৬০টি হাজীগঞ্জের।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সর্বোচ্চ সংখ্যক নমুনা প্রেরণের দিনে চাঁদপুরে একটি মাত্র করোনা টেস্টের রিপোর্ট এসেছে। সেটি করোনা নেগেটিভ।
যার নমুনার রিপোর্ট এসেছে তার বাড়ি ফরিদগঞ্জে। এর আগে পাঠানো নমুনার মধ্যে ৩১টির রিপোর্ট এখনো আসেনি। বৃহস্পতিবার পাঠানো ৭৩টিসহ এখন মোট রিপোর্ট অপেক্ষমান নমুনার সংখ্যা দাঁড়িয়েছে ১০৪।
সূত্র আরো জানায়, এ পর্যন্ত চাঁদপুর জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২৬জনের। বৃহস্পতিবার পর্যন্ত রিপোর্ট এসেছে ২৯৫ জনের।