শহর প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও চাঁদপুরের জেলা প্রশাসনের আয়োজনে ৪দিনব্যাপী একুশে বই মেলার প্রস্তুতি চলছে। চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ বই মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক ও কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদের নির্দেশে পৌরকর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একুশে বই মেলা উপলক্ষে ইতি মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারের খালি স্থানে ডেকোরেটরের মাধ্যমে স্টল নির্মাণ কাজ শুরু হয়েছে।
বইমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক অজয় কুমার ভৌমিক জানান, এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরের জেলা প্রশাসন ৪দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে। শহীদ মিনারের চারপাশে মোট ২৪টি স্টল স্থাপনের কাজ চলছে। এর মধ্যে ২২টি স্টলই বইয়ের। আর ২টি স্টল আইটি কম্পিউটারের। এই বছর বইয়ের স্টলগুলোতে সব ধরনের বই পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। নবপ্রজম্ম যাতে মহান ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানতে পারে সে ধরনের বই এসব স্টলে উঠানো হবে বলে তিনি জানান।
আগামী ২০ ফেব্র“য়ারি বিকেল ৪টায় ৪দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হবে। তা চলবে আগামী ২৩ ফেব্র“য়ারি পর্যন্ত। শহীদ মিনার ব্যাধিতে চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। জেলা প্রশাসনের আয়োজনে এবং চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় একুশের বই মেলার কার্যক্রমের প্রস্তুতি চলছে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।