দেশের প্রবৃদ্ধি বাড়াতে হলে পুরুষের পাশাপাশি ৫০ ভাগ নারী শক্তিকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা অর্ধেকেরও বেশী নারী তাই নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করা সম্ভব। শিক্ষা অত্যান্ত মৌলিক বিষয় যা উন্নয়নের পূর্ব শর্ত। শিক্ষাই সব কিছুকে এগিয়ে নিতে পারে। বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধিও হার ৬ শতাংশের বেশি। এ প্রবৃদ্ধির হারকে ৮-১০ শতাংশের উন্নতি করতে হলে পুরুষের পাশাপাশি দেশের ৫০ ভাগ নারীকে কাজে লাগাতে হবে। নারীদেরকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরে কাংখিত লক্ষ্যে পৌছার জন্য এগিয়ে যেতে হবে।
তিনি শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুর ড. মুহাম্মদ মনসুরউদ্দীন মহিলা কলেজের কৃতিছাত্রী সংবর্ধনা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন. জিএসপি বন্ধ থাকায় পন্য রপ্তানীতে কোনো সমস্যা হয়নি। ইতোমধ্যে জিএসপি পেতে সব ধরণের শর্ত পুরণ করা হয়েছে। আশা করছি আগামী বছরের মধ্যে আমরা জিএসপি সুবিধা পাবো। যদি না পাই তবে রাজনৈতিক ষড়যন্ত্রই হবে এর একমাত্র কারণ। জিএসপি সুবিধা বাতিল করলেও আমরা ৭ বিলিয়ন ডলার রপ্তানি করি। আমেরিকায় আমাদের পন্য বাজার উন্মুক্ত রয়েছে।
স্থানীয় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। গ্রাম আজ শহরে রুপান্তরিত হচ্ছে। দেশের বিদ্যুৎখাত, বৈদেশিক রিজার্ভ ও পোশাক খাতে ব্যাপক উন্নতি ঘটেছে।
এছাড়া বিশেষে অতিথির বক্তব্য রাখেন, ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও রেলমন্ত্রী মুজিবুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লোকসাহিত্যিক ড. মনসুর উদ্দীনের জীবনালেখ্য নিয়ে একটি সেমিনারে স্মৃতিচারণ করে প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির সাবেক চেয়ারম্যান সেলিনা রহমান ও কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, বাংলাদেশ জাতীয় জাদুঘরের উপ পরিচালক ড. নিরু শামছুন্নাহার।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল, পুলিশ সুপার আমির জাফর, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, সহ সভাপতি শাহাদাত হোসেন মিয়া, কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত, কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কচুয়াঃ চাঁদপুরের কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেেেজ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতিছাত্রীদের সাথে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ অতিথিবৃন্দ।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।