রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখি ভাতা ও পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট না দেওয়ার প্রতিবাদে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় এ সমাবেশ পালন করা হয়। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সাফায়াত আহমেদ ভুইয়ার সভাপতিত্বে ও মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল্লাহ প্রধান, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন,বাকশিষ শিক্ষা ও গবেষনা সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদ,কলেজ শিক্ষক নেতা মেজবাহ উদ্দিন প্রমুখ। বক্তরা বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সারা দেশের সরকার সারা সরকারী চাকুরীজীবীদের সাথে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে। কিন্তু বাংলাদেশের সকল সরকারী কর্মকর্তা কর্মচারীরা বৈশাখীভাতা ও পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেলেও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কেন বঞ্চিত হবে। অচিরেই এমপিওভুক্ত সকল কর্মকর্তা কর্মচারীদের বৈশাখি ভাতা ও পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান। এ সময় চাঁদপুর জেলার অধিকাংশ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।