শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের পুরাণবাজারের পুরান ফায়ার সার্ভিস সংলগ্ন হরিসভা এলাকায় দরিদ্র রিক্সা চালকের স্ত্রী ককটেল বিস্ফোরণে পা হারায় এবং মুখমন্ডলসহ শরীর ঝলসে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮ টায়। জানা যায়, রিক্সা চালক হাসান সরকারের স্ত্রী জাহানরা বেগম (৪৫) প্রতিদিনের ন্যায় সকালে ঘর ঝাড়– দিয়ে ময়লা ঘরের পাশে ফেললে, হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে গৃহবধূ জাহানারার ডান পায়ের কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায় এবং মুখমন্ডলসহ শরীর ঝলসে যায়। তাৎক্ষণিক তাকে এলাকাবাসী উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। গত ক’দিন যাবত ওই এলাকায় ক্রিকেট খেলা ও ক্রিকেট জুয়া নিয়ে শাসক দলীয় দুটি গ্র“পের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে সেই সংঘর্ষের জের হিসেবে সন্ত্রাসীদের ফেলে রাখা ককটেলই বিস্ফোরিত হয়ে ঘটনা ঘটে। এছাড়া পুরাণবাজারে ক্রিকেট জুয়া নিয়ে গত ৩ দিন যাবত দুটি গ্র“পের ব্যাপক সংঘর্ষ চলতে থাকে। যার ফলে গতকাল মঙ্গবার রাত ৯ টায় তারাবির নামাজ চলাকালীন হরিসভা এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশ রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত ৩ দিনে সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে আহত হওয়া ১৫ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং ৫৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতালের কর্তৃপক্ষ জানায়।