
রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। দ্ইু জনেরই করোনা টেষ্টের জন্যে নমুনা সংগ্রহ করা হয়েছে । এদের এক জেেনর বাড়ি সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে অন্য জনের বাড়ি শাহরাস্তি উপজেলার নিরংপুর গ্রামে । পেশায় সিএনজি চালাক ৩০ বছর বয়সের এক যুবক বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মারা যায় । এ ছাড়া শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামের ৫ বছর বসয়ী এক শিশু সকালে করোনার উপসর্গ স্বাস কষ্ট , জ্বর নিয়ে মারা গেছে। এই পর্যন্ত চাঁদপুরে জীবিত এবং মৃত মিলে ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আর গেলো ১০ দিনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৪ জন । জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থান থেকে আসা প্রায় ১২৮০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এই পর্যন্ত চাঁদপুরে জীবিত এবং মৃত মিলে ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।