চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একদিনে ৩৪ জনের স্যাম্পল পরীক্ষার পর ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি হচ্ছেন নাছির উদ্দিন মিজি (৪৫), সাং মনিহার, ৫নং রামপুর ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর। নতুন এই মৃত্যুসহ জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা হচ্ছে ৮১ জন।
জানা গেছে, মৃত নাছির উদ্দিন মিজি রামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অফিস সহায়ক কাম নৈশ প্রহরী ছিলেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে ঢাকা মুগদা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ক’দিন আগে তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ এ মৃত্যুর খবরটি নিশ্চিত করে।
চাঁদপুরে গতকালকের আক্রান্ত ৪ জনকে নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫শ’ ৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪শ’ ৩৪ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ৮ ডিসেম্বর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৩৪টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এসব স্যাম্পল সোমবার সংগ্রহকৃত। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার এ রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ৪ জনের, বাদবাকি ৩০ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২ জন চাঁদপুর সদর উপজেলার, ১ জন ফরিদগঞ্জ উপজেলার ও ১ জন কচুয়া উপজেলার।
গতকালকে নতুন একজনসহ চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮১ জন। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৫৯ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।