চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৫৪ জনের স্যাম্পল পরীক্ষার পর ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি হচ্ছেন এলাহী খান (৮০), সাং ইব্রাহিমপুর, চাঁদপুর সদর।
জানা গেছে, এই লোক কদিন আগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে। তার নমুনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট আসে। এরই মধ্যে তার শরীরে অঙ্েিজনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা রেফার করে। কিন্তু রোগী ঢাকায় না গিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে থাকা অবস্থায় গতকাল তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। এ তথ্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ সূত্র থেকে জানা যায়।
চাঁদপুরে গতকালকের আক্রান্ত ৬ জনকে নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫শ’ ৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪শ’ ২২ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ৬ ডিসেম্বর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৫৪টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। এসব স্যাম্পল শনিবার সংগ্রহকৃত। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল রোববার এ রিপোর্ট প্রকাশিত হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয় ৬ জনের, বাদবাকি ৪৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪ জন চাঁদপুর সদর উপজেলার, ১ জন ফরিদগঞ্জ উপজেলার ও ১ জন শাহরাস্তি উপজেলার।
গতকালকে নতুন একজনসহ চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮০ জন। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৬৬ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।