চাঁদপুরে আরো ১১জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার রাতে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এই দিন সকালে ৩জনের করোনা শনাক্তের কথা জানায় সিভিল সার্জন অফিস।
অর্থাৎ দু’দফায় রোববার চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগী বেড়েছে ১৪জন। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯৫জন।
নতুন করে আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ৬জন ও ফরিদগঞ্জের ৫জন রয়েছেন। সদরের ৬জনের অবস্থান হলো- মৈশাদী, মিশন রোড, বড় স্টেশন, নতুন বাজার, স্ট্র্যান্ড রোড ও চেয়ারম্যান ঘাট এলাকায়।
এর অগে রোববার সকালে মতলব দক্ষিণ উপজেলার আইসিডিডিআরবি হাসপাতালের ২জন ও মতলব উত্তরের ১জনের করোনা শনাক্তের খবর জানায় সিভিল সার্জন অফিস। সূত্র আরো জানায়, রোববার মোট ৮১টি রিপোর্ট এসেছে।