চাঁদপুরে ২ জন পুলিশ সদস্যসহ আরও ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। রোববার জেলায় মোট ৫৬ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ১১ জন পজেটিভ। এর মধ্যে মারা যাওয়া হাজীগঞ্জের সুশীল সাহা ও রায়পুরের মোহাম্মদ হোসেনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন।
এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬১ জন। আর মারা গেছেন ৪৫ জন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২ জন পুলিশ সদস্যসহ ১১ জনের করোনা সনাক্ত হয়েছে।
জেলায় মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২১৮, হাইমচর উপজেলায় ৩৩, মতলব উত্তর উপজেলায় ২৭, মতলব দক্ষিণ উপজেলায় ৭০ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬১ জন, হাজীগঞ্জ উপজেলায় ৬৪ জন, কচুয়া উপজেলায় ২৮ জন, শাহরাস্তি উপজেলায় ৬৩ জন।
জেলায় এ পর্যন্ত মৃত ৪৬ জনের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলায় ১২, ফরিদগঞ্জ উপজেলায় ৬ জন, হাজীগঞ্জ উপজেলায় ১৪ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়া উপজেলায় ৪ জন, মতলব উত্তর উপজেলায় ৪ জন এবং মতবল দক্ষিণ উপজেলায় ২ জন।