চাঁদপুর : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলী আকবর কুড়ালী ও মো: মুজিবুর রহমান নামে দুই ব্যাক্তি মৃত্যুবরণ করেছেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগ থেকে জানানো হয়েছে, শনিবার নতুন করে ১২জন করোনা( কোভিড-১৯) এর শনাক্ত রোগী ভর্তি করা হয়েছে। রাত ৭টা পর্যন্ত আইসোলেশন বিভাগে ৩৬ জন করোনা শনাক্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
শনিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পর্যাক্রমে এসব ব্যাক্তিরা আইসোলেশনে ভর্তি হয় এবং শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন হাজী আলী আকবর কুড়ালী (৬৫) ও শনিবার দুপুর ১টার ১৫ মিনিটের সময় মো: মুজিবুর রহমান নামে ১ ব্যাক্তিসহ ২জন মৃত্যুবরণ করেছে।
মৃত ব্যাক্তিরা হলেন- চাঁদপুর সদর উপজেলার মৈশাদী তালতলা এলাকার মো: মুজিবুর রহমান(৬৫) ও হাজী আলী আকবর কুড়ালী (৬৫)।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে রাতে এসব তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ঈসা রুহুল্লাহ বলেন, মৃত ব্যাক্তি মো: মুজিবুর রহমান ৮ এপ্রিল আইসোলেশন বিভাগে ভর্তি হন এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে হাজী আলী আকবর কুড়ালী (৬৫) নামে ব্যাক্তি ৯ এপ্রিল সকালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবক টিম তাদের ১৬৬ ও ৬৭তম কাফন-দাফন আপডেট-এ তথ্য নিশ্চিত করে জানান, আজ দুইজনের লাশ তারা গ্রহন করেছে।
মো: মুজিবুর রহমান (৬৫) সদর উপজেলার তালতলা এলাকার বাসিন্দা ও আলী আকবর খান কুড়ালী শহরের পুরান বাজার ৪নং ওয়ার্ড পূর্ব শ্রীরামদীর বাসিন্দা হাজী রহমত আলী কুড়ালী ছেলে।
জানাগেছে, মৃতের পরিবারের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক টিমকে দাফন কাজে সহযোগিতার অনুরোধ জানান।
এদিকে ২০২০ সালের ৯ এপ্রিল থেকে শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত এ এক বছর ২দিনে চাঁদপুর জেলায় করোনা কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে মোট ৩৪৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯৯ জন। আর চিকিৎসাধীন আছেন ৪৮২ জন। এই এক বছর ২দিনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালেই নমুনা সংগ্রহ করা হয় ১৩১৪১ জনের।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/