চাঁদপুর জেলায় করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগ, প্রশাসন যে যে হিসাবই দিক, সব হিসাবকে ছাপিয়ে পুরো পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির দিকে যাচ্ছে। কারণ, একদিনের রিপোর্টের ৯০ ভাগই যদি পজিটিভ হয়, তাহলে জেলার কত পার্সেন্ট মানুষ প্রাণঘাতী এই ভাইরাসের আগ্রাসন থেকে বাদ যাচ্ছে তা সহজেই অনুমেয়। আর তার সঠিক চিত্র বের হয়ে আসতো পুরো জেলার ২৬ লাখ মানুষের স্যাম্পল যদি পরীক্ষা করানো যেতো।
গতকাল মঙ্গলবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ১০ জনের রিপোর্ট আসে। এর মধ্যে আক্রান্ত রোগী পাওয়া যায় ৯ জনকে। যা শতকরা হিসেবে ৯০ ভাগ। এ চিত্র খুবই ভয়াবহ। কোনোভাবেই নরমাল চিত্র নয় এটি। এছাড়া সিভিল সার্জন অফিসের এই সংখ্যার সাথে আরো যোগ হয়েছে মতলব আইসিডিডিআরবির ৬ জন পজিটিভ। সব মিলিয়ে গতকাল চাঁদপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা হচ্ছে ১৫ জন। এই সংখ্যাসহ জেলায় এখন মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগী হচ্ছে ৪৭৮ জন। এই ৪৭৮ জনের মধ্যে মৃত হচ্ছে ৩৯ জন। এদিকে আক্রান্তদের মধ্য থেকে গতকাল পর্যন্ত পূর্ণ সুস্থ হয়েছেন ১৩৫ জন, আর চিকিৎসাধীন আছেন ৩০৪ জন।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানা যায়, গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে কোভিড-১৯ পরীক্ষার জন্যে স্যাম্পল পাঠানো হয়েছে মোট ৩২৬৩ জনের। এর মধ্যে গতকাল ছিলো ৭৭ জনের। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ২৫৯১ জনের। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ৪৭৮ জনের।
গতকাল যে নয়জনের পজিটিভ রিপোর্ট আসে, উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে মতলব দক্ষিণ ২, ফরিদগঞ্জ ৩, মতলব উত্তর ২, হাইমচর ১ এবং শাহরাস্তি উপজেলায় ১ জন। মৃত একজন হচ্ছেন মতলব উত্তর উপজেলার শামছুল হক (৬২)।