চাঁদপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সুস্থ যেমন হচ্ছে নতুন করে আক্রান্তের সংখ্যাও তেমনি বেড়েই চলছে। তবে সরকারি বিভিন্ন দপ্তরের আক্রান্তদের মধ্যে পুলিশের সংখ্যই বেশি। প্রায় প্রতিদিনই পুলিশ সদস্য আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। গতকাল পর্যন্ত ৩৫জন পুলিশ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যদের থেকে সংক্রমিত হয়ে তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হচ্ছে।
গতকাল সোমবার ৫ জন পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই ৫ পুলিশ সদস্য সবাই চাঁদপুর পুলিশ লাইন্সের। গতকাল প্রাপ্ত রিপোর্টে নতুন যে ৫১ জন শনাক্ত হয়েছে, এ সংখ্যাসহ জেলায় এখন মোট করোনা রোগী ৪৬৩ জন। এর মধ্যে ৪ জন ছিলেন মৃত। অর্থাৎ এরা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর তাদের স্যাম্পল পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। এ ৪ জন হচ্ছেন হাজীগঞ্জের হাজী আব্দুল লতিফ (৭৫), আব্দুল মমিন (৫৮) ও আবুল বাশার (৬৫) এবং মতলব উত্তরের ১২ বছরের শিশু জামান। নতুন করে মৃত এ চারজন পজিটিভসহ গতকাল পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হচ্ছে ৩৮ জন।
গতকাল যে ৫১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে উপজেলা ভিত্তিক এর সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৫, হাইমচর ৮, হাজীগঞ্জ ৯, শাহরাস্তি ১৫, ফরিদগঞ্জ ৪, মতলব দক্ষিণ ৪ ও মতলব উত্তর ৬জন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গতকাল রিপোর্ট এসেছে ৯১ জনের। এর মধ্যে পজিটিভই ছিলো ৫১ জনের। গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে স্যাম্পল পাঠানো হয়েছে ৩ হাজার ১শ’ ৮৬ জনের। এর মধ্যে গতকালই ছিলো ১শ’ ৬৬ জনের। রিপোর্ট এসেছে ২ হাজার ৫শ’ ৮১ জনের। রিপোর্ট অপেক্ষমান আছে ৬শ’ ৫ জনের। আক্রান্তদের মধ্য থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১শ’ ৫ জন। এছাড়া চিকিৎসাধীন আছেন ৩শ’ ২০জন।