চাঁদপুরে কর্নার ডেভেলপারস্ লিমিটেডের এপার্টমেন্ট প্রজেক্টের বহূতল ভবন কর্নার রাশেদ ভিলার নির্মান কাজের উদ্বোধন উপলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বের মঙ্গলবার সকাল ৯ টায় চাঁদপুর শহরের পালপাড়ায় এ ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর শহরের ঐতিহ্যবাহি রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি তোহা। এসময় উপস্থিত ছিলেন, কর্নার ডেভেলপারস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বুয়েটের আর্কিটেক্স প্রফেসার ফারুক আহম্মেদ, কোম্পানির ইঞ্জনিয়ার মাসুদ আলম বনী, সাইড ইঞ্জনিয়ার আবু বক্কর ছিদ্দিক, কোম্পানির সচিব আবুল কালাম আজাদ, পরিচালক (মার্কেটিং ও ফিন্যান্স) জুয়েল হাসান পরিচালক হাফেজ মাওলানা জাকির হোসেন খান, হাফেজ মো. জাকির হোসেন মির্ধা, মেসার্স আজিজ এন্ড ব্রাদার্সের সত্তাধিকারী আ. আজিজ দেওয়ান, জমির মালিক জাফর আহম্মেদ, নান্নু হাওলাদার, স্থানীয় কাউন্সিলর ডিএম শাহাজাহান, ওছমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি বিএম মোস্তফা কামাল, আলি রাজা জামে মসজিদের খতিব হাফেজ মাও. আ.য.ম ইসমাইল হোসেন আজাদ, কর্নার ডেভেলপারস্ লিমিটেডের চেয়ারম্যানের বাবা আলহাজ্ব আবুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাও. মুফতি তোহা।
কর্নার ডেভেলপারস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন জানান বুয়েটের আর্কিটেক্স প্রফেসার ফারুক আহম্মেদের ডিজাইনে কোম্পানির ইঞ্জনিয়ার মাসুদ আলম বনী, সাইড ইঞ্জনিয়ার আবু বক্কর ছিদ্দিকের তত্বাবধানে কর্নার রাশেদ ভিলার ৭ তালা বিশিষ্ট আবাসিক ভবনটি নির্মান করা হচ্ছে। এ ভবনে ভূমিকম্প প্রতিরোধ কাঠামো,গাড়ী পার্কিং, উন্নত মানের আধুনিক লিফ্ট, অগ্নি নির্বাপক ব্যবস্থাসহ বর্তমান সময়োপযোগী আধুনিক সকল ব্যাবস্থা থাকবে। তিনি আরো জানান মাত্র ২ ল টাকা বুকিং মানি দিয়ে যে কেউ কর্ণার রাশেদ ভিলার ফাটের মালিক হওয়ার সুযোগ রয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।