স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর শহরের বাবুরহাটের কাঁচামাল ব্যবসায়ী শাহিন পাটওয়ারী (২৫) কে অস্ত্রেরমুখে অপহরন করে নিয়ে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের পর মোবাইল ফোনে মুক্তিপন দাবী করে। মুক্তিপন দেওয়ার নামে কৌশলে নতুন বাজার পুলিশ ফাড়ির এটিএসআই সুদর্শন কুড়ি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ অপহরনকারীকে আটক করে। এসময় অপহৃতা কাঁচামাল ব্যবসায়ী শাহিন পাটওয়ারীকে উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শহরের নতুন বাজারস্থ সিএসডি গোডাউন সংলগ্ন লন্ডনঘাট এলাকায়। এ ঘটনায় অপহৃতার মা বাদী হয়ে মডেল থানায় ২ জনকে আসামী করে মামলা দায়ের করে। ঘটনার বিবরনে জানা যায়, ২নং আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের মৃত মামুন পাটওয়ারীর ছেলে শাহিন পাটওয়ারী বাবুরহাটের কাঁচামালের ব্যবসায়ী মিজান মালের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে মাল কিনতে পালবাজার যায়। এসময় পূর্বে উৎ পেতে ওয়ারল্যাস বেপারী বাড়ির শাহাজাহান বেপারীর ছেলে সুমন বেপারী (২৮) ও ফরিদগঞ্জ শহরখাল গ্রামের বর্তমানে শহরের ম্যাচ ফ্যাক্টরী এলাকার ভাড়াটিয়া এরশাদ মিয়াজীর ছেলে মাদকাসক্ত আনোয়ার হোসেন দিপু মিয়াজী (২৭) পালবাজার গেইট এলাকায় এসে অবস্থান নেয়। কাচামাল ব্যবসায়ী শাহিন পাটওয়ারী পালবাজার এলাকায় আসার পর কথা বলার নামে চাঁদপুর সদর হাসপাতালের সামনে নিয়ে আসে। সেখানে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে অটোরিক্সায় ওঠিয়ে শহরের কদমতলায় নিয়ে এসে ব্যবসায়ীর সাথে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে সেখান থেকে তাকে লন্ডন ঘাট এনে তার পরিবারের কাছে মোবাইল ফোনে আরো ২০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। এ খবর অপহৃতার মামা মিজান মাল জানতে পেরে পুলিশ লাইনের মেচ ম্যানেজার আউয়ালকে জানায়। ঘটনাটি তাৎক্ষনিক নতুন বাজার পুলিশ ফাড়ির এটিএসআই সুদর্শন কুড়িকে জানায়। এটিএসআই সুদর্শন কুড়ি অপহৃতার মামাকে সাথে নিয়ে সুকৌশলে অপহরন কারী সুমন বেপারীকে আটক করে। তার তথ্যনুযায়ী মূল হোতা আনোয়ার হোসেন দিপু মিয়াজীকে আটক করে অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় আসামীদের বিরদ্ধে অপহৃতার মা বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করেছে।
এলাকাবাসী জানায়, মাদকসেবী, চাঁদাবাজ ও অপহরনকারীর হোতা আনোয়ার হোসেন দিপু ইয়াবা বিক্রি পাচার করে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। গত কয়েকদিন পূর্বে এক স্কুল পড়–য়া মেয়ে ও যুবককে অপহরন করে মোটা অংকের মুক্তিপন নিয়ে ছেরে দেয়। সে রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে ছিনতাই, অপহরন ও চাঁদাবাজির ঘটনা ঘটিয়ে যাচ্ছে।