শরীফুল ইসলাম
চাঁদপুর শহরসহ বিভিন্ন উপজেলার কৃশক ও গৃহস্ত পরিবারসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী পশুর হাটের জন্য, আরো কেউ কেউ নিজ বাড়িতে ক্রেতাদের আকৃষ্ট করতে গরুর সেবায় সর্বদা ব্যস্ত রয়েছে। এমন কি গুরু চুরির হাত থেকে রক্ষা পেতে প্রায় প্রত্যেক গরু পারন কারীরা রাত জেগে পাহাড়া দিচ্ছে। চাঁদপুর শহরসহ বিভিন্ন জেলায় গরু ব্যবসায়ীরা অনেক গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন প্রকারের ঔষধ ব্যবহার করে থাকে। কিন্তু এসবে সচেতন ক্রেতারা আকৃষ্ট না হয়ে দেশীয় গরু অথবা বিদেশী গরু কিনলেও স্বাস্থ্য সম্মত ভূষি, খইল খায় এমন গুরু কেনার জন্য অনুরোধ করেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন বাড়িতে পাড়া, মহল্লায় গিয়ে দেখা গেছে অনেকে মশার হাত থেকে গরু রক্ষা করতে মশারী আবার কেউ কেউ কয়েল ব্যবহার করছে। তবে কিছু কিছু যায়গায় গরুর জন্য ফেনের বাতাসের ও ব্যবস্তা করা হচ্ছে। কিছু কিছু ক্রেতা ইতি মধ্যে গরু কিনে গৃহস্তরের বাড়িতে রেখে লালন পালন করতে দেখো মিলছে, যা কোরবানির দিনে নিয়ে যাবেন হাটে। আর যাদের এসন ব্যবস্থা নেই তারা পবিত্র ঈদুল আযহার ২/১ দিন পূর্বে গুরু কিনবেন এমন চিন্তা ভাবনা থাকলেও বিভিন্ন বাড়িও পশুর হাটে যাচাই বাছাই করছেন গরুর দরদাম।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।