মিজানুর রহমান রানা
চাঁদপুরে কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যমানের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মিউরেট অব পটাশ নামক ৬শ’ বস্তা চোরাই সার উদ্ধার করেছে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. হাসানুর রহমান সংগীয় ৭ জনের একটি ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সার পাচারকারী ও শ্রমিকরা নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান।
জানা যায়, ডাকাতিয়া নদীর ৫নং খেয়াঘাট এলাকায় একশ্রেণীর কালোব্যবসায়ী চক্র বহুকাল ধরেই রাতের আঁধারে সার, তেলসহ বিভিন্ন প্রকার সরকারি মালামাল চোরাচালান করে আসছিল। এরা সম্পূর্ণ পর্দার আড়ালে থেকেই এসব ব্যবসা পরিচালনা করে থাকে। কোস্টগার্ডের হাতে এসব মালামাল আটক হলেও আসল কলোবাজারী চক্র থাকে ধরাছোঁয়ার বাইরে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।