স্টাফ রিপোর্টার ॥
গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নুরুজ্জামান শেখ, (এক্স), বিএন এর নেতৃত্বে চাঁপুর কোস্টগার্ড সদস্য মোঃ মকবুল হোসেন, এসসিপিও(এক্স) এর একটি অপারেশন দল কর্তৃক সোমবার বিকেলে চাঁদপুর মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি মর্নিং সান-১’’ হতে ৩০০ কেজি অবৈধ পলিথিন ও ০১ লক্ষ ৪২ হাজার ৮০০ বর্গমিটার কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত পলিথিন ও কারেন্ট জালের আনুমানিক মূল্য ২৯ লক্ষ ০১ হাজার টাকা মাত্র। আটককৃত নিষিদ্ধ পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
ভিটে হারা পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস