চাঁদপুর সংবাদদাতা ॥ চাঁদপুরে ক্যান্সারে আক্রান্ত ১৩ রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৬লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করেছে জেলা সমাজ সেবা কার্যালয়। সমাজসেবা অধিদপ্তরের ২০১৭-১৮ অর্থ বছরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসস রোগীর আর্থিক সহায়তা কর্মসূচী থেকে এ সহায়তা প্রদান করা হয়। রোববার সন্ধ্যার পূর্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার আক্রান্তদের মাঝে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, সদর সার্কেল মো. আফজাল হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার জানায়, ক্যান্সার আক্রান্তরা আমাদের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর বরাবর সহযোগীতার জন্য আবেদন করেন। সমাজসেবা অধিদপ্তর আবেদনকৃত ১৩ জনের ১ম কিস্তির চেক প্রেরণ করেন।
শিরোনাম:
রবিবার , ১৪ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ৩০ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।