স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের হকার্স মার্কেট সংলগ্ন ক্যাফে কর্নার হোটেলের সামনে দিনে দুপুরে রাব্বি (১৯) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। দুপুর ১টায় ১০-১২ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে এ হামলার ঘটনা ঘটায়। ঘটনাস্থলে থাকা প্রতোক্ষদর্শী চাঁদপুর মডেল থানার এসআই মাসুদ শামিম মোটর সাইকেল নিয়ে থানায় যাওয়ার পথে এ ঘটনা দেখতে পেয়ে হামলাকারীদের ধাওয়া করে গুয়াখোলা রোড থেকে নাজির পাড়ার রমজান (১৮) নামে এক যুবককে আটক করে। আহত রক্তাক্ত জখম অবস্থায় রাব্বিকে মডেল থানার পুলিশ ও এক সাংবাদিক উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করায়। এ ঘটনার পর পরই আহত রাব্বির পক্ষ নিয়ে উচ্ছৃঙ্খল যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে আবারো হকার্স মার্কেটের সামনে মহড়া দেয়। এ সময় ৩ যুবক অনি,বাশার,জাহিদকে অস্ত্র সহ স্থানীয় এক ব্যবসায়ী ও যুবলীগ নেতা লোকজন নিয়ে তাদের আটক করে। পরে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্থান্তর করে। এ ঘটনায় চাঁদপুরে আবারও রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। জানা যায় কিছুদিন পূর্বে নাজির পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আহত রাব্বি ও তার বন্ধুরা মিলে একা পেয়ে মহন দেওয়ান নামে এক যুবককে কুপিয়ে আহত করে। সেই ঘটনায় রাব্বি ও তার সহযোগীদের নামে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল হক অভিযান চালিয়ে রাব্বিকে আটক করতে পারেনি। অবশেষে সেই ঘটনার সূত্র ধরে গতকাল দুপুর ১টায় তাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আহত রাব্বির নামে যেহেতু পূর্বে মামলা রয়েছে তাই সে এখন পুলিশি নজরদারিতে রয়েছে। এছারা তার বিরুদ্ধে ছিনতাই,চাঁদাবাজি ও মারামরির বেশ কয়েকটি মামরা রয়েছে। কিছুদিন পূর্বে ডিবি পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। গতকালের হামলায় যারা জরিত রয়েছে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।