রফিকুল ইসলাম বাবু ॥
বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চেীধুরী মায়া বীর বিক্রম বলেছেন, সমাজের সকল অবক্ষয়গুলো এক সাথে সমাধান সম্ভব নয়। চাঁদপুরের খেলোয়ারদের জাতীয় মানের ও উন্নয়নে সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাহলেই যে কোন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা যাবে।
শনিবার চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থায় আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ক্রীড়া মাস-২০১৫ উপলক্ষ্যে ১৩টি ইভেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা খেলা বান্ধব মানুষ। যে দিন বাংলাদেশের খেলা থাকবে। সে দিন তিনি খেলোয়ারদের উৎসাহ দিতে রাষ্ট্রিয়সহ সকল কাজ রেখে মাঠে চলে যান। খেলায় জয় পরাজয় থাকবে। যারা জয়ী হয়েছেন তাদের কে অভিনন্দন। আর যারা জয়ী হতে পারে নাই। তারাও আগামী দিনে যেন জয়ী হতে তাদের চেষ্টা অব্যাহত রাখে। সে জন্য তাদের প্রতিও অভিনন্দন রইল। চাঁদপুরে ক্রীড়া মাসের মত সাংস্কৃতিক মাজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামছুন্নাহার, জেলা আওয়ামীলীগ সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিডোদ্ধা এম. এ ওয়াদুদ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া মাস-২০১৫ উপলক্ষ্যে অনুষ্ঠিত ১৩ টি ইভেন্টের পুরস্কার বিতরণ করেন।