শওকত আলী
চাঁদপুর শহরের দলিত হরিজনদের ৩টি কলোনীর প্রায় ৫ হাজার হরিজন সম্প্রদায়ের লোকেরা তাদের অন্ন -বস্ত্র -বাসস্থান-শিক্ষা -কর্মসংস্থান-নিরাপত্তা-ও সমাজে মাথা উচু করে দাড়নোর প্রয়োজনের এক হয়ে ৩টি কলোনীর মানুষের মধ্য থেকে ৫জনকে সমাজ প্রধান ও ৯ জনকে উপদেষ্টা রেখে একটি সমাজ কমিটি গঠন করে। এ কমিটি নেতৃবৃন্দৃ শনিবার সন্ধ্যায় আবরেলওয়ে বড়স্টেশন হরিজন কলোনীর শ্রী শ্রী মহাবির রাধা মন্দিরে শপথ বাক্য করেন। শপথ বাক্য পাঠ করান স্বর্ণখোলা হরিজন কলোনীর প্রধান উপদেষ্টা নন্দ কিশোর হরিজন ।
শপথ বাক্যে তারা এদেশের মানুষের কল্যানে ও তাদের সেবা প্রদানে সবসময় অভিচল থাকবে না অঙ্গিকার করেন।
হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আলাপকালে জানা যায়, চাঁদপুর শহরের পুরাণবাজার হরিজন ,স্বর্ণখোলা হরিজন কলোনী ও রেলওয়ে বড়স্টেশন হরিজন কলোনীাতে বসবারত প্রায় ৫ হাজার দলিত হরিজন তাদের এদেশে সঠিকভাবে বেঁচে থাকতে .অধিকার প্রতিষ্ঠা ,প্রকৃত মর্যাদা পাওয়া ও নিরাপত্তার দাবীতে এ কমিটি গঠন করেন।
শহরের বড়স্টেশন রেলওয়ে হরিজন কলোনীর শ্রী শ্রী মহাবির রাধা কৃষ্ণ মন্দিরে ব্যাপক হরিজন নারী -পুরুষ -যুবক-যুবতীদের উপস্থিতির মধ্য দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় নব কমিটির নেতৃবৃন্দকে ফুলের মাল্যদান ,পাগড়ী পড়ানো ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। নব কমিটি হচ্ছে .সমাজ প্রদান (চৌধুরী) পদে শ্রী শ্যামল হরিজন ,সাধারণ সম্পাদক (গোাড়াইত) পদে শ্রী হিরা সরকার মুন্না .কোষাধ্যক্ষ পদে বিধান চন্দ্র দাস (জনি হরিজন .পিয়ালদ্বাড় পদে শ্রী রমেশ হেলা .ছড়ি দার পদে কৃর্তন হরিজনকে নব নির্বাচিত করে সমাজের উন্নয়ন কাজের জন্য ৩ বছরের জন্য দায়িত্ব অর্পন করা হয়। এছাড়া ৩টি কলোনীরথেকে ৩ জন করে ৯ জনকে উপদেণষ্টা করো হয়। দায়িত্ব অর্পন করা হয়।