স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড় চাঁদপুরজমিন টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন। আরো বক্তব্য রাখেন মো. গিয়াস উদ্দিন মিয়াজী, মো. ফরিদ মিয়াজ ও নান্নু গাজী। এ সময় উপস্থিত ছিলেন আকবর হোসেন মিয়াজী, মাহবুব খান, হাইমচর প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম বাশার, চাঁদপুরজমিন পত্রিকার মফস্বল সম্পাদক এম.এম. কামাল, বাবুল গাজী, নজরুল ইসলাম নজু গাজী, জবির হোসেন গাজী ও মো. বাবু আলম।
সভাপতির বক্তব্যে রোটা. মো. রোকনুজ্জামান রোকন বলেন, আমরা এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। ক্ষনিকের জন্য দুনিয়া আমাদের অবস্থান। আমাদেরকে আখেরাতের জন্য কাজ করতে হবে। মানুষের সেবা করা, মানুষের বিপদে এগিয়ে আসা, মানুষকে ভালো পথে আহবান করতে পারলেই মানবিক গুনাবলি অর্জন করতে পারবো। মরহুম হাফেজ্জী হুজুর (রহ.) মানুষকে আল্লাহর কথা মানা ও তার রাসূল (সা.) এর পথ দেখিয়েছেন। এই পথেই মানুষের দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি। আসুন আমরা সবাই আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি। তাহলে আল্লাহ আমাদের দেশ ও জাতিকে হেফাজত করবে।