স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে গরু চোরের হোতা বহু চুরি মামলার আসামী আলম বেপারী (৪২) কে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ৮টায় ডিবির এসআই ঈসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের ওয়ারল্যাস বাজার বরকন্দাজ বাড়ি এলাকায় অভিযান চালিয়ে আলম বেপারীকে আটক করে।
জানা যায়, রঘুনাথপুর থেকে রাতের আধারে একটি গরু চুরি করে নিয়ে আসার পথে গরুটি উদ্ধার করে। এসময় চোর আলম পালিয়ে যায়। স্থানীয়রা ডিবি পুলিশকে খবর দিলে ডিবির এসআই ঈসমাইল গরুটি উদ্ধার করে ডিবি অফিসে নিয়ে আসে। গরুর মালিক বাদী গরু চোর মধ্য তরপুরচন্ডী ওয়ারল্যাস বাজার এলাকার বরকন্দাজ বাড়ি সংলগ্ন জামাল বেপারীর ছেলে আলম বেপারীর নামে গরু চুরির মামলা দায়ের করে। সেই মামলায় ডিবি পুলিশ আলম বেপারীকে ডিবি অফিসে আটক নিয়ে আসে। গতকাল আটককৃত আলমকে আদালতে প্রেরন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে। ডিবি পুলিশ জানায়, আটক আলমের বিরুদ্ধে এর পূর্বে বেশ কয়েকটি গরু চুরির মামলা রয়েছে। ত্ার পরিবারের বেশ কয়েকজন এই গরু চুরির ঘটনার সাথে জরিত রয়েছে বলে জানা গেছে।